হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে গেছে

:
প্রকাশ: ১০ মাস আগে

কোনো আশানুরূপ ফল ছাড়াই মিশরের রাজধানী কায়রোতে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার ভেঙে গেছে। হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বাসেম নাইম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, দুই দিনের আলোচনার সময় মধ্যস্থতাকারীদের কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব পেশ করেছে হামাস। তারা ইসরায়েলিদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে।

নাইম বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন ‘নেতানিয়াহু একটি চুক্তিতে পৌঁছাতে চান না এবং বল এখন আমেরিকানদের কোর্টে।’

 

কায়রোতে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে ইসরায়েল।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল আলোচনায় প্রতিনিধি দল না পাঠানোর কারণ হচ্ছে, তাদের দাবি, ৪০ জন বয়স্ক, অসুস্থ ও নারী জিম্মিকে যুদ্ধবিরতির অংশ হিসাবে প্রথম মুক্তি দিতে হবে। আর এই যুদ্ধবিরতি প্রাথমিকভাবে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে।

#