বেশ কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন উড়ছে, লুকিয়ে প্রেম করছেন ছোট পর্দায় জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদেরকে একই পোস্ট শেয়ার করতে দেখা যায়। পোস্ট করা ছবির একটির ক্যাপশনে লেখা হয়, ওহে কী করিলে বলো, পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে’। দুজনের এ ক্যাপশন তাদের প্রেমের গুঞ্জন আরো বাড়িয়ে দেয়। বিষয়টি জোর চর্চায় পরিণত হয়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তটিনী। একটি গণমাধ্যমকে এ অভিনেত্রী জানান, ইয়াশের সঙ্গে কেবলই ভালো বন্ধুত্বের সম্পর্ক তার, সেটা প্রেম নয়।
প্রেমের সম্পর্কের গুঞ্জন চাউর হওয়ার পর ফেসবুক পোস্টে দু’জনেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তটিনী তার পোস্টে লেখেন, আমাদের প্রতি দর্শকদের অনেক কৌতূহল থাকায় একটি নাটকের প্রচারণায় তা কাজে লাগান রাফাত মজুমদার রিংকু ভাই। ভাইয়ার একটা নাটকের প্রচারণার অংশ হিসেবেই আমি আর ইয়াশ একই ফেসবুক পোস্ট দিতাম। একই ছবি পোস্ট করতাম।