ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের ফাইনাল টেস্টে ক্যারিয়ারের অন্যতম সেরা আরও একটি ইনিংস খেললেন রোহিত শর্মা। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১০৩ রানের তকতকে এক ইনিংস।
দুর্দান্ত এই সেঞ্চরি হাঁকিয়ে ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কার আর সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমানে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন রোহিত।
আজ বৃহস্পতিবার ধর্মশালায় ইংল্যান্ডের স্পিনার টম হার্টলির বলে মিডউইকেট অঞ্চলে বল পাঠিয়ে একবারের জন্য জায়গা বদল করেন রোহিত। এতে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ভারতীয় অধিনায়ক। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮তম সেঞ্চুরি।
ভারতের বর্তমান কোচ দ্রাবিড়ের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যাও ৪৮টি। ৬০৫ ইনিংস খেলে এসব শতক হাঁকিয়েছিলেন তিনি। সে হিসেবে ১০৭ ইনিংস কম খেলেই শিষ্যকে ছুঁয়ে ফেলেছেন ছাত্র রোহিত। ৪৮ সেঞ্চুরি হাঁকাতে রোহিতের লেগেছে ৪৯৮ ইনিংস।
এক সেঞ্চুরিতে আরেক কিংবদন্তি ক্রিকেটার গাভাস্কারের রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন গাভাস্কার। ইংলিশদের বিপক্ষে ৩৮ টেস্টে ৪টি শতক হাঁকিয়েছিলেন সাবেক এই ভারতীয়।
আজ সেই ইংলিশদের বিপক্ষে নিজের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক এদিন খেলেছেন ১৬২ বলে ১০৩ রানের ইনিংস।