ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী

:
প্রকাশ: ৯ মাস আগে

২০১৮,২০১৯ ও ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এসময় অসাধারণ গবেষণা কর্মের জন্য অনুষদের ছয় জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

রোববার (১০ ফ্রেবুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

এসময় উপাচার্য বলেন, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে শিক্ষার্থীদের পরিবেশ, জলবায়ু, ভূগর্ভস্থ সম্পদ ও সামুদ্রিক সম্পদ বিষয়ে যুগোপযোগী গবেষণা পরিচালনা করতে হবে। প্রাকৃতিক সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা পালনের জন্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।

 

আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম ও অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন উপস্থিত ছিলেন।

#