ছাড়পত্র পেল ‘ডেডবডি’

: যথাসময় বিনোদন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

গতবছরের অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন তিনি। এ বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলেও তখন ঘোষণা করেন। অবশেষে সেই কথা রাখছেন তিনি। আসছে ঈদেই দেশের হলগুলোতে দেখা যাবে ‘ডেডবডি’। সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। সম্প্রতি বিনাকর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ সিনেমাকে।

ইকবাল বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ ছবি তাক লাগিয়ে দেবে।’

এই সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।

#