দীর্ঘ ১০ বছর পর প্রভাষক পদে নিয়োগ সুপারিশ পেলেন মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করা উত্তীর্ণ প্রার্থী আফরোজা খানম। ২০১৩ সালের ২১ নভেম্বর এই বিসিএস থেকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন ৮ হাজার ৫২৯ জন। তবে মুক্তিযোদ্ধার কোটায় আবেদন করা হলেও সংশ্লিষ্ট সনদ জটিলতার কারণে তার ফলাফল স্থগিত রেখেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার (১৯ মার্চ) পিএসসির এক বিজ্ঞপ্তিতে আফরোজা খানমের নিয়োগের এই সুপারিশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩তম বিসিএস পরীক্ষার প্রার্থী আফরোজা খানমের পিতার মুক্তিযোদ্ধা সনদ সম্পর্কিত বিষয়ে জটিলতা থাকায় তার ফলাফল বা নিয়োগ সুপারিশ স্থগিত রেখেছিল কমিশন। পরবর্তীতে এই সনদের বিষয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এই ফলাফল বা সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এই প্রার্থীকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ইতিহাস বিষয়ের প্রভাষক পদে সাময়িকভাবে সুপারিশ দেওয়া হলো।তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তীতে যেকোনো পর্যায়ের প্রার্থীর যোগ্যতার ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, অসত্য তথ্য দেওয়া হলে বা অন্য কোনো ক্ষেত্রে চাহিদা অনুযায়ী কাজগপত্রে ঘাটতি থাকলে বা গুরুতর ভুল-ত্রুটি পাওয়া গেলে তার সুপারিশ বা মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও নিয়োগের আগে জীবন বৃত্তান্ত যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণায় থেকে এই নিয়োগ দেওয়া হবে।