রিমান্ড শেষে জবি শিক্ষার্থী আম্মান সিদ্দিকী কারাগারে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ‘আত্মহত্যা’র ঘটনায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী আম্মান সিদ্দিকী দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি আইনজীবী রফিকুল ইসলাম হিরা।

আইনজীবী রফিকুল ইসলাম হিরা বলেন, ‘আদালত আম্মান সিদ্দিকীকে কারাগারে প্রেরণ করেছে। এ ছাড়াও তদন্ত কর্মকর্তা জানিয়েছেন রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আগামী রবিবারের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।’

এর আগে, শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুক আইডিতে এক পোস্টে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা। এরপর কুমিল্লা নগরীর বাগিচাগাঁও পিসি পার্ক স্মরণিকা ভবনের দ্বিতীয় তলায় নিজ বাসায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

#