কেজরিওয়াল নিজ কর্মের জন্য গ্রেপ্তার হয়েছেন : আন্না হাজারে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ ও আম আদমি পার্টির কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রবীণ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আন্না হাজারে। শুক্রবার (২২ মার্চ) তিনি বলেছেন, আমি খুব মর্মাহত। অরবিন্দ কেজরিওয়ালের মতো, যারা আমাদের মদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই এখন মদের জন্য নীতিমালা তৈরি করছেন। তিনি নিজের কৃতকর্মের জন্য গ্রেফতার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

আন্না হাজারে বলেছেন, আমি তাকে (কেজরিওয়াল) অনেকবার বলেছিলাম মদকে এড়িয়ে যেতে। কিন্তু  তিনি অর্থের জন্য নীতি তৈরি  করেছেন।

তিনি বলেছেন, কিন্তু কী আর করা যাবে? এখন যা ঘটবে তা আইন অনুসারে হওয়া উচিত।

কেজরিওয়ালের দলের এক মুখপাত্র বলেছেন, তাদের দলনেতা পদত্যাগ করবেন না। বরং কারাগারে থেকেই সরকার চালাবেন।

#