ট্রেনের টিকেট কালোবাজারির মূলহোতাসহ গ্রেপ্তার ৯

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকেট কালোবাজারি চক্র ‘ঢালী সিন্ডিকেটের’ মূলহোতা মিজান ঢালী ও বাংলাদেশ রেলওয়ের সাথে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ.কম এ কর্মরত সার্ভার অপারেটরসহ ঢালী সিন্ডিকেটের ৯ জনকে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব; উদ্ধার করা হয় কালোবাজারির আলামত এবং অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত ট্রেনের টিকেট।

গত রাতে র‌্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে দেশব্যপী ট্রেনের টিকেট কালোবাজারি চক্র ঢালী সিন্ডিকেটের মূলহোতা মিজান ঢালী (৪৮), সোহেল ঢালী (৩০),  সুমন (৩৯),  জাহাঙ্গীর আলম (৪৯), শাহজালাল হোসেন (৪২),  রাসেল (২৪),  জয়নাল আবেদীন (৪৬), সবুর হাওলাদার (৪০)  নিউটন বিশ্বাস (৪০)কে  গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দেশের বিভিন্ন প্রান্তের ট্রেনের বিপুল পরিমাণ টিকেট, ০৮ টি মোবাইল ফোন, ০১ টি এনআইডি, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, কালোবাজির বিভিন্ন আলামত এবং টিকেট বিক্রয়ের নগদ ১১,৪২২/- টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ট্রেনের টিকেট কালোবাজারির সাথে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#