অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে। স্থানীয় সময় আজ শুক্রবারের (২২ মার্চ) মধ্যেই এই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
এই ভোটাভুটি হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির সঙ্গে সম্পর্কিত বলে বৃহস্পতিবার জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। যদিও যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতা দিয়ে জাতিসংঘের আগের সব প্রস্তাব বাতিল করেছে।
মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের মুখপাত্র নেট ইভান্স এক বিবৃতিতে বলেন, জিম্মি চুক্তির অংশ হিসেবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করবে মার্কিন প্রস্তাব।
তিনি আরো বলেন, এই পদক্ষেপ চলমান কূটনীতির সমর্থনে এবং টেবিলে থাকা চুক্তি মেনে নিতে হামাসকে চাপ দেওয়ার জন্য কাউন্সিলের এক কণ্ঠে কথা বলার একটি সুযোগ। ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র। আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে যুদ্ধবিরতির একাধিক আহ্বান বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র।