ধর্ষণের দায়ে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০ বছর বয়সী রবিনহোকে নিজ শহর সান্তোসে তার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ৯ বছরের কারাদণ্ড ভোগ করবেন। খবর বিবিসির।
২০১৩ সালে ইতালির শহর মিলানে একটি নাইট ক্লাবে ২৩তম জন্মদিন পালন করছিলেন আলবেনিয়ান এক তরুণী। সেখানে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় যুক্ত ছিলেন রবিনহো ও তার বন্ধু রিকার্ডো ফ্যালকো। তারা সহ মোট ছয়জন সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১৭ সালে রবিনহোকে নয় বছরের কারাদণ্ডের রায় দেন ইতালির আদালত। তখন জেলের শাস্তি এড়াতে ইতালিতে গিয়ে খেলার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এরপর ২০২০ সালে ব্রাজিলে থেকেই আপিল করেন এই ব্রাজিলিয়ান। তবে তাতে কোনো লাভ হয়নি। গত বুধবার (২০ মার্চ) সেই রায় বহাল রাখেন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার আদালত।
ম্যানচেস্টার সিটিতে দুই বছর কাটানো এই ফুটবলার ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ওই ঘটনা নারীর ‘সম্মতিক্রমে’ হয়েছিল।