নিজ কর্মদোষেই গ্রেপ্তার কেজরিওয়াল : প্রণবকন্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’ অভিযোগ করেছিলেন। নিজ কর্মদোষেই গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এমন মন্তব্য করেছেন। কেজরিওয়ালের গ্রেপ্তার কেবল ‘কর্মফল ধরা’ মাত্র।

শর্মিষ্ঠা বলেন, অরবিন্দ কেজরিওয়াল ও আন্না হাজারে গোষ্ঠী মিলে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীতের বিরুদ্ধে অভিযোগের অনেক প্রমাণ রয়েছে বলে দাবি করেছিল। কিন্তু কোনো প্রমাণ জনসমক্ষে উপস্থাপন করা হয়নি।

এক্স-এ একটি পোস্টে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, ‘কেজরিওয়াল ও আন্না হাজারে গ্যাং শিলা দিক্ষীতসহ কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও ভুয়া অভিযোগ তোলার জন্য দায়ী। তারা বলেছেন, শিলার বিরুদ্ধে ট্রাংকভর্তি প্রমাণ আছে। কিন্তু সেই ট্রাংকটি এখন পর্যন্ত কেউ দেখেনি। কৃতকর্মের ফল ভোগ করতে হয়!’

সংবাদ সংস্থা এএনআই-কে শর্মিষ্ঠা বলেন, যখন থেকে বাবাকে নিয়ে লেখা বই বেরিয়েছে, আমি তার ডায়েরি এবং রাহুল গান্ধী সম্পর্কে কিছু পর্যবেক্ষণ থেকে অনেক কিছু নিয়েছি। তিনি (প্রণব) বলেছিলেন যে, তিনি (রাহুল) এখনও রাজনৈতিকভাবে পরিপক্ক হননি। কংগ্রেস সম্পর্কে অনেক প্রশংসাও করা হয়েছে, তবে সবকিছু উপেক্ষা করা হয়েছে এবং কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও কিছু নেতাও এর বিরুদ্ধে কথা বলেছেন। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আমাকে হিংস্রভাবে ট্রল করছিল।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিল্লির সিভিল লাইনের বাসভবন থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। এর আগে আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি দল তার বাড়িতে যায়।
#