মস্কোর কানসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ । এর মধ্যে গুলি চালানোর ঘটনায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ বছরের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক হামলা। খবর রয়টার্সের।
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুক হামলার ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট। শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে জঙ্গি সংগঠনটির বার্তা সংস্থা আমাক। ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
মস্কোতে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, হামলাকারীদের সঙ্গে ইউক্রেনের যোগসাজেশ আছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।