যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস এক ভিডিও বার্তায় জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর ক্যানসারের চিকিৎসা নিতে শুরু করেছেন। তার পেটের অস্ত্রোপচারের পর রোগটি ধরা পড়ে।
তার ক্যানসারের বিশদ বিবরণ প্রকাশ না করা হলেও কেনসিংটন প্যালেস থেকে জানানো হয়েছে, প্রিন্সেস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে তাদের পরিপূর্ণ বিশ্বাস রয়েছে।
৪২ বছর বয়সি ক্যাথরিন জানিয়েছেন, প্রিন্স অব ওয়েলস উইলিয়াম এবং তিনি যথাসাধ্য চেষ্টা করছেন তাদের পরিবারের কম বয়সী সদস্যদের জন্য ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে পুরো বিষয়টি নিজেদের মতো করে ব্যবস্থাপনা করার।
নিজ সন্তানদের প্রসঙ্গে তিনি জানান “জর্জ, শার্লট এবং লুইকে তাদের জন্য উপযুক্ত করে সবকিছু ব্যাখ্যা করে আশ্বস্ত করতে এবং আমি সুস্থ হয়ে উঠবো সেটা বোঝাতে সময় লেগেছে।”
এখন তার পরিবারের নিজেদের মতো করে কিছু সময় কাটানো এবং প্রাইভেসি বা গোপনীয়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন।
সূত্র : বিবিসি বাংলা