অধ্যাপক ড. জিয়া রহমানের জানাজা সম্পন্ন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অশ্রুসিক্ত বিদায় জানান। বাদ আসর নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদে দ্বিতীয় জানাজা পরবর্তীতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 

শনিবার (২৩ মার্চ) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা পড়ানো হয়। মসজিদের সিনিয়র ইমাম ও খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন তার জানাজার নামাজ পড়ান। এর আগে তাকে শেষ মুহূর্তে একবার দেখতে সেখান ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল, সাবেক উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামান, প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মমতাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, হল প্রাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অধ্যাপক জিয়া রহমান আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন৷ তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি নিরহংকারী ছিলেন। যেকোনো বিষয়ে তিনি সহজ সমাধান দিতেন। তিনি শুধু ক্লাসে নয় বরং বিশ্ববিদ্যালয়ের ভালো মানের একজন একাডেমিশিয়ান ছিলেন। তার এভাবে চলে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

প্রসঙ্গত, শনিবার ভোর পৌনে ৪টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। এর আগে রাত তিনটার দিকে হঠাৎ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

#