স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার নেতারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। শুক্রবার একটি যৌথ বিবৃতিতে ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ কথা বলেন। খবর রয়টার্স ও আনাদুলু।
বিবৃতিতে বলা হয়েছে, দেশগুলোর নেতারা একমত হয়েছেন যে ‘এই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হল দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়ন করা। এর মাধ্যমে ইসরায়েল এবং ফিলিস্তিনি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপদে অবস্থান করবে।’