 
                             
                                            
                                                                                            
                                        ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে এবার ভাইকে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন ছোট বোন শাযরেহ হক। গতকাল শুক্রবার (২২ মার্চ) ডিএমপির গুলশান থানায় মামলাটি দায়ের করেন তিনি। গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে শাযরেহ হক বলেছেন, তাদের বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। বড় বোন সিমিন রহমানসহ আসামিরা আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ বা শ্বাসরোধ করে হত্যা করেছেন।
এ মামলার পরিপ্রেক্ষিতে আসামি ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতাররা হলেন- প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফিন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফিন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহ-কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।