সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আব্দুল্লাহকে মুক্ত করতে কোনো ধরনের সামরিক অভিযানকে সমর্থন করবে না বলে জাহাজটির মালিকপক্ষ রবিবার (২৪ মার্চ) জানিয়েছে। এমভি আব্দুল্লাহ’র মালিকানাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ভিত্তিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানিয়েছেন, মালিক পক্ষ জলদস্যুদের শর্ত মেনে, নিরাপদে জিম্মি নাবিকদের উদ্ধারের পক্ষে।
তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতীয় নৌবাহিনী জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারের প্রস্তুতির যে তথ্য গণমাধ্যমে আসছে তা সঠিক নয়। তিনি আরো জানান, যে জাহাজের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই নাবিকদের জীবনের নিরাপত্তার কথা ভেবে, কোনো ধরনের সামরিক অভিযানের পক্ষে নয় তারা। জাহাজটিতে ২৩ জন নাবিক রয়েছেন।
এক প্রশ্নের জবাবে মিজানুল ইসলাম জানান, জলদস্যুরা ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। তবে, তারা এখনো কোনো ধরনের মুক্তিপণ দাবি করেননি। আশা করছি আলোচনার মাধ্যমে জাহাজ উদ্ধার ও ২৩ নাবিককে সুস্থভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারবো। প্রচেষ্টা চলছে ২৩ নাবিককে মুক্তির। কোম্পানি এ ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করছে।