কান্তজিউ মন্দির প্রাঙ্গণে মসজিদ নির্মাণের কাজ বন্ধ প্রশাসনের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

দিনাজপুর কাহারোল উপজেলায় কান্তজিউ মন্দির অঙ্গনে মসজিদ  নির্মাণকাজকে কেন্দ্র করে উত্তেজনার অবসান হয়েছে। দুই পক্ষের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) শাকিল আহমেদ। পরে সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।

রবিবার (২৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিসি শাকিল আহমেদ জানান, ১৩ মার্চ রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসক শাকিল আহমেদ  বলেছেন, এটা রাজ দেবোত্তর এস্টেটের জমি। আমি নিজেও একজন ট্রাস্টি। আমরা বৈঠক করার পর আজ (রোববার) দুপুরে আমি নিজে সেখানে গিয়েছিলাম। মসজিদ কমিটির সঙ্গে কথা হয়েছে। তাদের নির্মাণ পুরোপুরি বন্ধ করতে বলা হয়েছে। বিকল্প জায়গায় মসজিদ নির্মাণের কথা বলেছি।

সংসদ সদস্য জাকারিয়া জাকা বলেন, আমার এলাকা শান্তিপূর্ণ এলাকা। সেখানে কেউ বিশৃঙ্খলা করার সুযোগ পাবে না। স্থানীয় প্রশাসনও সতর্ক আছে। আমি নিজেও খোঁজখবর নিচ্ছি। ইনশাল্লাহ আর কিছু হবে না।

গত পহেলা মার্চ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ১৩ মার্চ নির্মাণকাজ বন্ধ চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ। অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন নির্মাণকাজ সাময়িক বন্ধ রাখে।

#