শ্রীলঙ্কার রানের চাপেই কাবু টাইগাররা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

শ্রীলঙ্কার পাহাড়সম রানের চাপেই যেন ভেঙে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। সিলেটের মিরাক্কেল কিছু না ঘটলে সহজ জয়ই পেতে যাচ্ছে শ্রীলঙ্কা।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৭ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও লিটন দাস। বাংলাদেশের জয়ের জন্য আরও প্রয়োজন ৪৬৪ রান। হাতে আছে ৫ উইকেট।

আগের দিনের ৫ উইকেটে ১১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসের মতো এবারও দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন ধনাঞ্জয়া। সেঞ্চুরি করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সবমিলিয়ে ১৭৯ বলে ১০৮ রান করেছেন লঙ্কান অধিনায়ক।

#