রাশিয়ার রাজধানী মস্কোয় হামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য। ইতিমধ্যে এই চারজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন আদালত।
গত শুক্রবার রাতে মস্কোর উত্তর–পশ্চিম প্রান্তের ক্রোকাস সিটি হলে হামলা করেন একদল বন্দুকধারী। রুশ কর্তৃপক্ষের দেওয়া শেষ হিসাব অনুযায়ী সেই হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। আহত আরও শতাধিক।
গত শুক্রবার সন্ধ্যায় মস্কো শহরতলির ওই হলে কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। নির্বিচার গুলি চালানোসহ হল প্রাঙ্গণেও আগুন ধরিয়ে দেন হামলাকারীরা।
রুশ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে হামলার পর পালানোর সময় ইউক্রেন সীমান্তবর্তী এলাকা থেকে এই চার অস্ত্রধারীকে আটক করে তারা। এরপর সেখান থেকে তাঁদের আনা হয় মস্কোয়। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, এই চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন।
সন্দেহভাজন চার হামলাকারী হলেন- দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও ফায়জভ মুহাম্মাদসোবির। আজ সোমবার মস্কোর একটি আদালতে তাঁদের হাজির করা হয়। চার হামলাকারীর বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ। ইতিমধ্যে মিরজোয়েভ ও সাইদআক্রামি তাঁদের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন আদালত।
মস্কোর এই হামলার দায় স্বীকার করে গতকাল রোববার বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলার পরপরই আইএসের আফগানিস্তান শাখা আইএসকেপি এর দায় স্বীকার করে দাবি করে, মস্কোর ওই হলে হামলার পর তাদের যোদ্ধারা ঘাঁটিতে ফিরে এসেছেন। এদিকে রাশিয়া বলছে, এ হামলায় ইউক্রেন জড়িত। অবশ্য ইউক্রেন অভিযোগ অস্বীকার করেছে।