মশার কামড়ে শরীরে চাকা চাকা দাগ হয়, সমাধানে করণীয়

:
প্রকাশ: ৯ মাস আগে

সাধারণত মশা কামড়ানোর পর ওই স্থানে চুলকায় ও লাল হয়ে ফুলে যায়। অনেকের ক্ষেত্রে মশার কামড় থেকেই শুরু হয়ে যায় অ্যালার্জি। সারা গায়ে ছড়িয়ে পড়ে ফুসকুড়ি। নখ দিয়ে চুলকানোর সময়ে গায়ে দাগও হয়ে যায় অনেকের।

চিকিৎসদের পরিভাষায় একে ‘স্কিটার সিন্ড্রোম’ বলা হয়। এক্ষেত্রে মশার কয়েল, তেল বা শরীরে মশা নিরোধক ক্রিম মাখার পাশাপাশি ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার দিকে নজর দেওয়া উচিত।

 

মশার কামড়ের দাগ থেকে কীভাবে মুক্তি পাবেন?

নিমপাতার ব্যবহার

 

নিমপাতা বেটে তার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন মধু। এ বার ওই দাগের উপর লাগিয়ে রাখুন এই মিশ্রণ। বেশ কিছুক্ষণ রেখে তোয়ালে দিয়ে মুছে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে রোজ প্রতিদিন নিম তেল দিয়েও গোসল করতে পারেন।

 

তুলসিপাতা ও কাঁচা হলুদ

 

কয়েকটি তুলসিপাতা ও সামান্য কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন। শরীরের যে যে অংশে মশার কামড়ে দাগ হয়ে গেছে, সেসব জায়গায় মাখুন ওই তুলসিপাতা বাটার মিশ্রণ। নিয়ম করে মাখলে উপকার পাবেন দ্রুত।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের সঙ্গেও কয়েক ফোঁটা মধু ও কাঁচা হলুদ মিশিয়ে নিতে পারেন। দাগের উপর মাখতে পারেন এই মিশ্রণ।

#