মেট্রোরেল চলাচলের সময় রাতে ১ ঘণ্টা বাড়ছে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

রোজার শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় রাতে ঘণ্টা বাড়ানো হয়েছে। বুধবার (২৭ মার্চ) থেকে এটি কার্যকর হচ্ছে। রোজা শেষে আবারও পূর্বের সময়সূচিতে ফিরবে মেট্রোরেল। তবে চাহিদা থাকলে এই সময়সূচি নিয়মিত রাখারও পরিকল্পনা আছে।

মঙ্গলবার (২৬ তারিখ) সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক।

রোজার শেষের দিকে ঈদের কেনাকাটার জন্য বের হওয়া মানুষদের কথা চিন্তা করে মেট্রোরেলের সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি। যদিও মেট্রোরেল সূত্র জানিয়েছে, রোজায় যাত্রী সংখ্যা কিছুটা কমেছে। তবে শেষের দিকে তা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

#