অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদের টি-টোয়েন্টি দল ঘোষণা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ মাস আগে

ঘরের মাঠে অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে আজ (বুধবার) তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যেখানে সবকটি ম্যাচই হয়েছে বাংলাদেশের মেয়েরা। বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়ার প্রমীলারা। এবার টাইগ্রেসদের সামনে টিটোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের জন্য বিসিবি আজ দল ঘোষণা করেছে। 

সবশেষ ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার ফারজানা হক পিংকি, দিশা বিশ্বাস এবং নিশিতা আক্তার নিশি সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের দলে জায়গা পাননি। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নতুন করে ডাক পেয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন এবং দিলারা আক্তার দোলা।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন ও দিলারা আক্তার দোলা।

#