খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার (২৭ মার্চ) রাতেই আবারও হাসপাতালে যেতে পারেন। এদিন রাত সাড়ে ৮টার দিকে বিএনপির একজন দায়িত্বশীল তথ্য জানান।

এর আগে আজ বুধবার ঢাকা মেট্রোপলিটপ পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়। সেখানে খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে হাসপাতালে নেওয়ার কথা জানানো হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে কমিশনারকে অনুরোধ করা হয়েছে।

বুধবার রাতে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেছে। চিকিৎসকরা তার পরিস্থিতি নিয়ে কাজ করছেন। তবে কখন হাসপাতালে নেওয়া হবে, নিয়ে কেউই কিছু জানাতে পারেননি।

#