চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ট্রলারে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের একটি জাহাজ আগুন নেভাতে ঘটনাস্থলে যায়।
আহতদের মধ্যে চারজন হলেন- জামাল উদ্দিন (৫৫), মাহমুদুল করিম (৪৫), মফিজুর রহমান (৪৫) ও এমরাম (২৮)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।