ভুটানের রাজাকে বিজিবির গার্ড অব অনার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ মার্চ) ভুটানের রাজা কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। দুপুরে ভূটানের রাজা সোনাহাট স্থলবন্দরে এসে পৌঁছলে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান রাজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি সুসজ্জিত চৌকসদল রাজাকে গার্ড অব অনার প্রদান করে। এর পর রাজা বিজিবির ভিভিআইপি পরিদর্শন বহি স্বাক্ষর করেন এবং গার্ড অব অনার প্রদানকারী বিজিবি সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে ভুটানের রাজা নিজ দেশে প্রত্যাগমনের জন্য স্থলপথে ভারতে গমন করেন।

#