কাশ্মীরে গাড়ি পাহাড়ের খাদে পড়ে নিহত ১০

: আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি এলাকার সড়ক থেকে ৩০০ ফুট নিচে খাদে পড়ে ১০ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে কাশ্মীরের জম্মুশ্রীনগর জাতীয় সড়কে রামবান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী গাড়িটি শ্রীনগর থেকে জম্মুর দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ৩০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ১০ জন নিহত হন। নিহত সবাই শ্রমিক। তারা অন্য রাজ্য থেকে কাজ করার জন্য এসেছিলেন। 

#