চট্টগ্রামের জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার বিকাল ৪টায় বিদেশি মালিকানাধীন ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামে ওই জুতার কারখানায় আগুন লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কর্মকর্তারা।

#