চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। কারখানায় আগুন লাগে বলে নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ওই পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি গাড়ি কাজ করছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

#