মস্কোতে কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে নয় জনকে আটক করেছে তাজিকিস্তান। চলতি সপ্তাহে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।
গত শুক্রবারের ওই হামলার ঘটনার দায় স্বীকার করেছিল আইএস। একটি তাজিক নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ মার্চ) একটি প্রতিবেদনে সংস্থাটি এই খবর জানিয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মার্চরাতে মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এ হামলায় এখন পর্যন্ত ১৪৩ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।