যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দম গ্রেফতার

:
প্রকাশ: ৯ মাস আগে

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের কামাল হোসেন হত্যার যাবজ্জীবন আসামি সাদ্দামকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ধানমন্ডির জিগাতলাএলাকা হতে আজ (২৯ মার্চ) তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়- নারায়ণগহ্ঝের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক উম্মে সরাবন তহুরা কামাল হোসেন হত্যার ছয় জন আসামিদেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে চার জন আসামি জেলহাজতে আটক রয়েছে। বাকি দুই  আসামি শরীফ (২০) ও সাদ্দাম (২৬) পলাতক ।

এরই প্রেক্ষিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গোপন তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  সাদ্দাম (২৬)কে ধানমন্ডির জিগাতলা এলাকা হতে গ্রেফতার করে।

#