: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে খাদে পড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটেছে। ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি মোরিয়া শহরের একটি গির্জার উদ্দেশে যাত্রা করেছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইস্টার ইভেন্টে অংশ নেওয়ার উদ্দেশ্যে বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি দক্ষিণ আফ্রিকার উত্তরে মোরিয়া শহরের সেন্ট এনজেনাস জায়োনিস্ট খ্রিস্টান গির্জায় যাচ্ছিলো। পথিমধ্যে গাড়িটি একটি সেতু থেকে ৫০ মিটার নিচে খাদে পড়ে যায় এবং এটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এ ঘটনায় চালকসহ প্রায় সব যাত্রীই নিহত হয়েছেন। তবে বেঁচে রয়েছে শুধু একটি শিশু। তার নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

#