‘ছাত্রদের কৃতিত্ব কেড়ে নিতে চায় আওয়ামী লীগ’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদের কৃতিত্ব আওয়ামী লীগ কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, দেশের সকল কৃতিত্ব একটি রাজনৈতিক দল নিতে চায়। তারা ছাত্রদের কোনো কৃতিত্ব দিতে চায় না। কিন্তু ছাত্রদের জন্যই ভাষা আন্দোলনে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, একাত্তরে মুক্তিযুদ্ধে বিজয় এসেছে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

#