বেসরকারি প্রায় একলক্ষ শিক্ষক পদে আবেদন শুরু ১৭ এপ্রিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষকদের শূন্যপদের তালিকা সংগ্রহ করেছে এনটিআরসিএ। পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৯৬ হাজার ৭৩৬টি শূন্য পদে আবেদনের সময়সীমাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রার্থীরা আগামী ১৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আজ রবিবার (৩১ মার্চ) এনটিআরসিএ প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ের শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে নিবন্ধনধারী প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এমপিওভুক্ত এসব পদের মধ্যে স্কুল ও কলেজের পদ সংখ্যা ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে পদ সংখ্যা ৫৩ হাজার ৪৫০টি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শূন্যপদের পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে আগামী ১৭ এপ্রিল দুপুর ১২টায়। এ সময়ের পর থেকেই নিয়োগ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন।প্রার্থীদের বয়স চলতি বছর ১ জানুয়ারিতে ৩৫ বছর বা তার কম হতে হবে।

আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে (স্কুল, কলেজ) একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারবেন।

#