রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক জানিয়েছেন স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে রাতে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আজ রোববার (৩১ মার্চ) রাতে সাংবাদিকদের এই তথ্য জানান । তিনি বলেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
ভর্তির পরই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সিসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া।