তথ্যপ্রাপ্তিতে হয়রানি বন্ধে তৎপর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

তথ্যপ্রাপ্তিতে কেউ যেন কোন হয়রানির শিকার না হয়- সেজন্য তথ্য কমিশনকে আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আজ বঙ্গভবনে ‘তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩’ গ্রহণকালে তথ্য কমিশনকে এই নির্দেশনা দেন।
রাষ্ট্রপ্রধান বলেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। তারা যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সেই প্রক্রিয়ায় কেউ যেন কোনো হয়রানি শিকার না হয়।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আজ দুপুরে প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের বার্ষিক প্রতিবেদন  পেশ করেন। প্রতিনিধিদলের অন্যান্যরা হচ্ছেন- তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক,  মাসুদা ভাট্টি ও কমিশন সচিব জুবাইদা নাসরীন।

সূত্র : বাসস

#