লঙ্কানদের পাহাড়সম রানে চাপা টাইগাররা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

সিলেট টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও শ্রীলঙ্কার রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। পাঁচ ক্যাচ মিসের সুযোগ নিয়ে লঙ্কানদের ছয় ব্যাটার ফিফটি করেছেন। কোনো সেঞ্চুরি ছাড়া টেস্টে ইতিহাসের সর্বোচ্চ ৫৩১ রান করে অলআউট হয়েছে সফরকারীরা। শেষ বেলায় জবাব দিতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির ৪৭ রানের জুটিও গড়ে ফেলেছিলেন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ২.৩ ওভার আগে বোল্ড হন জয়। বেলা শেষে অস্বস্তিতে ফেলেন দলকে। বাকি সময়টা জাকিরের সঙ্গে পাড়ি দিয়েছেন নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। 

বাংলাদেশ প্রথম দিন শেষ করেছে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলে। ওপেনার জাকির ২৮ রানে দ্বিতীয় দিন শুরু করবেন। তার সঙ্গে নামবেন তাইজুল। জয় ফেরার আগে ২১ রান যোগ করেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে।

প্রথম টেস্টেও বাংলাদেশের ক্রিকেটারদের দর্শক বানিয়ে রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা। সিলেট টেস্টে যেখানে বিজয়ী সফরকারীরা থেমেছিল, সেখান থেকেই যেন তারা চট্টগ্রাম টেস্টেও রানের পসরা সাজিয়েছে। এতে অবশ্য বড় ভূমিকা ছিল স্বাগতিক ক্রিকেটারদের। অবিশ্বাস্য সব ক্যাচ হাতছাড়া করে তারা লঙ্কান ইনিংস বড় করতে সহায়তা করেছেন! প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে রেকর্ড গড়ে লঙ্কানদের সংগ্রহ ৫৩১ রান।

#