পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জলবায়ু মোকাবেলায় প্রত্যাশা ও প্রতিশ্রুতি বাড়ানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি একটি অস্তিত্বের সংকট যা জরুরি এবং ঐক্যবদ্ধ পদক্ষেপের দাবি রাখে। জলবায়ু পরিবর্তনের প্রতি আমাদের কর্মকাণ্ডের ফলাফল আমাদের গ্রহ এবং প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। জলবায়ু পরিবর্তনের চেয়ে আজ মানবতার সামনে আর কোনো বড় হুমকি নেই। এর প্রভাবের জন্য গ্রাউন্ড জিরো হিসেবে বাংলাদেশ এগিয়ে আছে।
আজ বিকেলে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ক্লাইমেট পার্লামেন্ট, বাংলাদেশের নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কমিটির চিফ প্যাট্রোন এর বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই সমাধান পরিচালনায় জলবায়ু সংসদের মতো প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জলবায়ু সংসদের চেয়ারপারসন তানভীর শাকিল জয় এমপি ও জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং পরিবেশ কর্মীগণ উপস্থিত ছিলেন।