দ্বাদশ নির্বাচনে আ. লীগের ব্যয় ২ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ১২০ টাকা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ আওয়ামী লীগ ২ কোটি ৭৬ লাখ ৮৮ হাজার ১২০ টাকা ব্যয় করেছে। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি ঘিরে জনসভা, প্রচারণা, পোস্টার ইশতেহার প্রণয়নে এ ব্যয় হয়েছে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবের কাছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচনী ব্যয় জমা দেয়। কাজী জাফর উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

#