দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আজ সোমবার তিহার জেলে স্থানান্তর করা হয়েছে। এখানে তাকে সেল নম্বর ২-এ রাখা হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এএনআই।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তিহার জেলই দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধানের ঠিকানা।
দিল্লির আবগারি মামলায় মামলায় তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন রাউস অ্যাভিনিউ আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করে ১৫ দিনের বিচার বিভাগীয় হেফাজত আবেদন করেছিল।