বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে ছাত্রলীগের ৪ দফা ঘোষণা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ‘নিয়মতান্ত্রিকছাত্ররাজনীতি ফিরিয়ে আনতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার ( এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিগুলো হলো. আবাসিক হলে রাব্বীর সিট ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বুয়েট শহিদ মিনারে অবস্থান কর্মসূচি; . আধুনিক, স্মার্ট পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে মতামত আহ্বান তাদের সঙ্গে আলোচনা; . সাম্প্রদায়িকমৌলবাদীজঙ্গি কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার সাংস্কৃতিক উৎসব আয়োজন এবং . বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাবি শাখা সভাপতি মাজহারুল ইসলাম শয়ন সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে বুয়েটে রাজনীতি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে রুল জারি করেছেন আদালত।

#