মাধুরী কোন দৃশ্যে অভিনয় না করার জন্য কেঁদেছিলেন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

সিনেমাতে ঘনিষ্ঠ দৃশ্য ও শ্লীলতাহানির দৃশ্য রাখা হয়। অধিকাংশ নায়িকা এই ধরনের দৃশ্যে প্রথম থেকেই সাবলীলভাবে অভিনয় করেন। কিন্তু অনেক ক্ষেত্রে প্রথম সারির নায়িকারাও ইতস্তত বোধ করেন। ঠিক সে রকমই শ্লীলতাহানির দৃশ্যে অভিনয় করতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেতা রঞ্জিত।

প্রেম প্রতিজ্ঞা সিনেমার খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঘটনাটি ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সেই ছবির। মাধুরীর বিপরীতে ছিলেন মিঠুন চক্রবর্তী। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সতিশ কৌশিক এবং বিনোদ মেহরা। সিনেমার পরিচালক প্রয়াত বাপু (আসল নাম সত্তীরাজু লক্ষীনারায়ণ) ।

রঞ্জিত বলেন, দৃশ্যের বিবরণ শুনে চোখের জল ফেলেছিলেন মাধুরী। সেই দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। আমি একদমই অবগত ছিলাম না এই বিষয়ে। একজন শিল্প নির্দেশক আমাকে জানান পুরো বিষয়টি।

সূত্র : বাংলাবাজার

#