ঈদে হানিফ সংকেতের ‘আলোকিত অন্ধকার’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

নন্দিত উপস্থাপক হানিফ সংকেত নির্মাণেও সিদ্ধহস্ত। জনপ্রিয় এই মিডিয়া ব্যক্তিত্ব এবার ঈদে নিয়ে আসছেন আলোকিত অন্ধকার নামে একটি নাটক।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, মীর সাব্বির, তারিন জাহান, সুভাশিষ ভৌমিক, সাবেরী আলম, নূরে কাঞ্চন, সুর্বনা মজুমদারসহ অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার।

#