গরমের কারণে অধস্তন আদালতের বিচারক-আইনজীবীদের প্রচলিত পরিধান নীতি স্থগিত করা হয়েছে। ফলে মামলার বিচারিক কাজ চলার সময় বিচারক-আইনজীবীদের আপাতত কালো কোট ও গাউন পরতে হবে না। গত ৪ এপ্রিল রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর দেওয়া এক বিজ্ঞিপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। চলবে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিজ্ঞ বিচারক এবং বিজ্ঞ আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।
গরমে আদালতে বিচারক-আইনজীবীদের প্রচলিত পরিধান নীতি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা।