সঠিক পুরুষের অপেক্ষায় সুস্মিতা সেন…

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

মাত্র ১৮ বছর বয়সে বিশ্বসুন্দরীর খেতাব উঠে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের মাথায়। এর পর কেটেছে ৩০ বছর। প্রেমে পড়েছেন তিনি অসংখ্য বার। কিন্তু ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে আজও অবিবাহিতা নায়িকা। বিয়ে ও সাবেক প্রেমিকদের নিয়ে মুখ খুলেছেন সুস্মিতা।

হিন্দুস্তান টাইমসের সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন প্রেম নিয়ে খোলা মনে আড্ডা দিয়েছেন। তিনি জানান, তার প্রেমের জীবনে সর্বদা ‘একটি বই খোলা’।

বিয়ের প্রশ্নের জবাবে সাবেক এই সুন্দরী বলেন, যদি ব্যক্তিটি সঠিক হয় তবে অবশ্যই আমি বিয়ে করব। বিয়ে করার জন্য আমি কখনই সামাজিক চাপ কিংবা বয়সকে পাত্তা দিই না। তার চেয়ে বরং সঠিক মানুষটাকে গুরুত্ব দিই।

সাবেক প্রেমিকদের সম্পর্কে বলতে গিয়ে সুস্মিতা বলেন, সাবেকদের সঙ্গে বন্ধুত্ব রাখাটা কঠিন। তবে যদি ব্রেকআপে তিক্ততা না থাকে তো, বন্ধুত্ব রাখাই যায়।

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠে সুস্মিতার।

#