ঈদে গান নিয়ে আসছেন সাবরিনা বশির

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago

গীতিকার প্রশনজিতের কথায় গানটি সুর করছেন আপন খান। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ। গানটির ভিডিও পরিচালনা করেছে সৌমিত্র ঘোষ ইমন।

সাবরিনা বশির

সাবরিনা বশির বলেন, সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকতে চাই। তাই শ্রোতাদের চিন্তা করে আমার নতুন এই গানটি করা। আশা করছি, আমার অন্য সব গানের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।

গানটি সাবরিনা বশিরের এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউবে ঈদ উপলক্ষ্যে প্রকাশ পাবে।

#