হাজিগঞ্জে হজের দেশের সঙ্গে মিল রেখে ঈদ কাল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় ৪০ গ্রামে আগামীকাল ঈদ উদযাপন হবে। ঈদ সামনে রেখে এরই মধ্যে এসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন।বুধবার (১০ এপ্রিল) সকাল থেকেই ঈদের নামাজ শুরু হবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) চাঁদপুরের ৪০ গ্রামে চাঁদ রাত। এসব তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের অনুসারীরা।
পৌরসভার বলাখাল মহরম আলী ওয়াকফ এস্টেট জামে মসজিদের মুসল্লি ও সাবেক কাউন্সিলর মো. হাবিব উল্লাহ জানান, সৌদির সঙ্গে মিল রেখে আজ চাঁদরাত ও কাল ঈদের নামাজ আদায় হবে।

#