পাহাড়ের সশস্ত্রগোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক উপদেষ্টাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম লাল লিয়ান সিয়াম বম, বয়স ৬৫ বছর। আজ বুধবার বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার শাহিন সৈকত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কুকি-চিনের ‘গুরু’ হিসেবে পরিচিত ছিলেন লাল লিয়ান। এ নিয়ে বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে মোট ৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।