নেত্রকোণার কলমাকান্দায় ঈদের দিন গারো পাহাড় দেখতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ভারত সীমান্ত সড়কের চেংনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়রা কুমিল্লাপাড়া গ্রামের কবীর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে নবী হোসেন (৩৫)। তারা একে অপরের পরিচিত।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।